ঢাকা: বিগত নয় মাস ধরে বাংলাদেশ অন্ধকারে তলিয়ে। আইন, শাসন, বিচার কিচ্ছু নেই। আছে শুধু লুটপাট, ধর্ষণ, মারধর আর অপসংস্কৃতি ।

এবার সরকারের কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।সোমবার বিকেলে সিলেট নগরীর শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মি. আহমদ বলেন, “আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান। তাদের সর্ম্পকে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সে বিষয়ে ব্যবস্থা নেন। যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা পায়। যাতে কোনো রকম অস্থিতিশীল পরিস্থতি সৃষ্টি না হয়, রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না হয়।”

“অনির্বাচিতভাবে যতদিন খুশি অনির্দ্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার জন্য কেউ কেউ স্বপ্ন দেখছে। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, আপনি যত শিগগির সম্ভব বাংলাদেশের জাতীয় সম্মান রক্ষা হবে, দেশের মানুষ আশ্বস্ত হবে এমন ব্যবস্থা নেন। দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা ঘুরবে, বিনিয়োগের পরিবশে সৃষ্টি হবে, দেশি-বিদেশি বিনিয়োগ আসবে আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই।”

তবে উপদেষ্টা তো বটেই বিএনপি যুবদলের সন্ত্রাস কী কম চলছে? ঢাকা বিমানবন্দর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো: আল আমিন প্রধানকে ষাটনল এলাকা থেকে বিএনপি যুবদলের রুবেল গাজী, নাহিদ গাজী ও তাদের সহযোগীরা অপহরণ করে। তাকে বেদম মারধর করে রক্তাক্ত করে, তারপর বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রেখে বর্বরতা চালায়। এই ঘটনা কী প্রমাণ করে?

এদিকে, দেশজুড়ে শেয়ারবাজারে চলছে নজিরবিহীন লুটপাট। মাত্র দেড় মাসে বাজার থেকে উধাও ২৪ হাজার কোটি টাকা! নির্বাচনের আগে “সুশাসন” আর “সংস্কারের” গল্প শুনিয়ে ক্ষমতায় বসে এখন পুঁজিবাজারের টাকা গায়েব করার নতুন কৌশল নিয়েছে সিংহাসনে যারা বসে তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *