ঢাকা: যে ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার সূতিকাগার আজকে সেটা জঙ্গিদের দখলে, শিবিরের দখলে, যুদ্ধাপরাধীদের দখলে।
বাংলাদেশের প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্বরা যে প্রতিষ্ঠান থেকে বের হয়েছে, সেই ডাকসু আজ জামাত শিবিরের হাতে। অথচ, দেশের সুধী সমাজ এবং চিন্তাবিদেরা সব কিছু থেকে দৃষ্টি সরিয়ে রেখেছেন যেন।
দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন প্যানেল যখন প্রচারণার মাঠে সরব, তখন ‘স্বতন্ত্র’ প্রার্থীরা ঘুরছেন।
মোটাদাগে ৯টি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন শতাধিক প্রার্থী; এবং বাকিরা অংশ নিচ্ছেন স্বতন্ত্র হিসেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ রবিবার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।