ঢাকা: দেশব্যাপি ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন সচেতনতা। নিজের বাড়ি বা ফ্লাটের আসেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অবশ্যই।

জমে থাকা স্বচ্ছ পানি নিষ্কাশন করুন। দিনে ও রাতে শোবার সময় মশারি টানিয়ে নিন। প্রচুর পানি পান করুন এবং জ্বর বেশি এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই কয়েকটা সাবধানতা অবশ্যই পালন করতে হবে।

তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন পুরুষ, দুইজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪১৫ জনই ঢাকার বাইরের।

হিসেব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গিয়েছেন ১৩৫ জন, যাদের মধ্যে ৭৩ জন পুরুষ এবং ৬২ জন নারী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *