ঢাকা: ইউনূসের দমননীতি — বাংলাদেশের মুক্তি কোন পথে?

সাংবাদিক দমন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, নির্বাচনী প্রহসনের প্রস্তুতি ও আন্তর্জাতিক প্রচারণার দ্বিচারিতা, শ্রমিক ঠকানো, চাকরিচ্যুত এইসব ঘটানো হচ্ছেই।

সব মিলিয়ে বাংলাদেশ আজ এক গভীর সংকটে।

এইবার গাজীপুরে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বকেয়া বেতন যদি শ্রমিকরা না পান, সংসার চালাবেন কীভাবে? কাজ করানো হচ্ছে, টাকা দেয়া হচ্ছে না! এ কেমন কথা?

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় শ্রমিকদের অবরোধ শুরু হয়।

শ্রমিকরা জানান, জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে, তাঁরা পাননি। এমনকি আগস্ট মাসের বেতনও তারা পাননি। সেপ্টেম্বর মাস এসে গেছে, পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে তাঁদের পক্ষে।

কয়েকজন শ্রমিক বলেন, ‘তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।’

শ্রমিকরা মরে যাক, সরকারের কিছু আসে যায় না। সেনাবাহিনী গুলিতে, পুলিশের লাঠিচার্জে শ্রমিক মরছে, উপায় কী?

গাজীপুর শিল্প পুলিশের (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা আলোচনার জন্য কারখানার ভেতরে যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *