ঢাকা: কারারুদ্ধ করে বুদ্ধিজীবীদের কন্ঠরুদ্ধ করার কি নির্লজ্জ প্রচেষ্টা ইউনূস সরকারের!

শাহবাগ থানার মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খানকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে দখলদার সরকারের আজ্ঞাবহ পুলিশ।

বাংলাদেশের সবচেয়ে মেধাবী ও পরিচিত আমলাদের একজন আবু আলম শহীদ খান, যিনি মহাজনের চ্যালাদের আসল সত্য উদঘাটন করে দিচ্ছিলেন।

বাঙালি চিনে নাও আসল স্বৈরাচারী কে? ইউনূস নাকি শেখ হাসিনা? ইউনূসের মতো ঘাগু এই বাংলাদেশের রাজনীতিতে আর দ্বিতীয় কেউ এসেছেন বলে মনে হয় না।

দেশের প্রায় সকল রাজনীতিবিদদের গ্রেফতার করা শেষ। এখন শুরু হয়েছে সাংবাদিক, শিক্ষক ও সাবেক আমলাদের গ্রেফতার অভিযান।

কারারুদ্ধ করে বুদ্ধিজীবীদের কন্ঠরুদ্ধ করার অপপ্রয়াস চলছে দেশজুড়ে! এরচেয়ে জঘন্য ফ্যাসিবাদ এদেশে আর কখনো আসেনি। জনগণ অতিষ্ঠ অন্তর্বর্তী সরকারের কাণ্ডকারখানায়।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানানো হয়েছে, সোমবার দুপুরের দিকে শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবু আলম শহীদ খান ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে তিনি ওএসডি হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *