ঢাকা: এরকম ভুল জাতীয় নির্বাচনে দেখতে জনগণ রেডি তো!

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে।

ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নাকি জাতীয় নির্বাচনের ট্রেনে উঠে গেছে! গালভরা মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এই তার নমুনা?

উপদেষ্টা লেখেন, ‘ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!’

তা ডাকসুর যদি এই অবস্থা হয়, জাতীয় নির্বাচনের কী অবস্থা হবে?

ডাকসু নির্বাচনে অমর একুশে হলের একটি বুথে আগে থেকেই পূরণ করা একটি ব্যালট পেপার ভোটারকে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পেপারটি ছিল হল সংসদের।

এই ঘটনার পর দায়িত্বরত পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পোলিং অফিসারের নাম হচ্ছে জিয়াউর রহমান। তিনি বলেছেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

এমন অনিচ্ছার ভুল যদি এখন হয়, বড় নির্বাচনে কী হবে বাবা?

পোলিং অফিসারকে প্রত্যাহারের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *