ঢাকা: সর্বকালের সর্বসেরা ভোট কারচুপি ডাকসু নির্বাচন।

ছাত্রদলের অভিযোগ শিবির প্যানেল ভোট কারচুপি করছে! এবং শিবিরের পাল্টা অভিযোগ ছাত্রদল কারচুপি করছে! অথচ সর্বকালের সেরা নির্বাচন হওয়ার কথা ছিলো এবারের ডাকসু নির্বাচন!

তা প্রশ্ন তো আসেই, এখন তো আর ছাত্রলীগ নেই তাহলে দুধে ধোয়া তুলসী পাতা’দের নির্বাচন কেন এতো বির্তকে? আর এটাই হওয়ার কথা ছিলো ছাত্রলীগ বিহীন নির্বাচনে!

জামাত সবদিকে পারদর্শী। ধর্মান্ধগুলো বিগত বছর গুলোতে অসংখ্য বাংলাদেশ পন্থী প্রগতিশীল সমাজের মানুষকে গুপ্ত হত্যা চালিয়েছে।

এই জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সম্পদ পাকিস্তানের হাতে দিয়ে তাদের পা চাটবে না! এর গ্যারান্টি কি?

এটা হয়েছে “নীলনকশার ডাকসু নির্বাচন”।

কী করলো প্রশাসন, ইউনূস?

ইউনুস সরকার সামান্য একটা ঢাবির ডাকসু নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ করতে পারলো না।

রাজাকার বটদের ভোট কারচুপির দখলে ডাকসু নির্বাচন। সামনে ইউনুস সরকার জাতীয় নির্বাচন করবে সুষ্ঠু ও নিরপেক্ষ,এটা হাস্যকর ছাড়া আর কি।??

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে অস্বচ্ছতা, কারচুপি এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে।

ফেসবুক গরম ডাকসুর এহেন ঘটনায়। বহু ছাত্রনেতার ফেসবুক পোস্টে নির্বাচনকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও ‘নীলনকশার নির্বাচন’ বলে আখ্যা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

দেখা গেছে, ছাত্রনেতা আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে অভিযোগ করে লিখেছেন, “আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি জামাত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে।”

বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। স্বচ্ছ নির্বাচন হয়নি। অথর্ব প্রশাসন শিবিরকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করতে চায় তার প্রমাণ আজকের ডাকসু নির্বাচন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *