ঢাকা: ডাকসু নির্বাচন শেষ হওয়ার আগেই ৮০% ভোট কাস্ট হওয়ার ন্যারেটিভ দাঁড় করাচ্ছে শিবির। আবার এটার সাথে জাতীয় নির্বাচনের তুলনা করার চেষ্টা করছে।

দুনিয়ার কারচুপির নির্বাচন হয়েছে, আবার এটাই নাকি জাতীয় নির্বাচনের মডেল হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার মস্তিষ্ক ভাবুন একবার?

ইতিহাস সৃষ্টিকারী আগামী নির্বাচনের ট্রায়ালটা বেশ চমৎকার ভাবে শেষ হয়েছে। আর এখনো চলছে নির্বাচনী আমেজ। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ফারুকীদের বাহবা দিচ্ছে।

তাই স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দর করে বলছেন ডাকসু নির্বাচন ভালো হয়েছে, তাই আগামী নির্বাচন নিয়ে তিনি সমস্যা দেখছেন না।

বাংলাদেশ জন্মের পর এমন যোগ্য উপদেষ্টা আর পায়নি।সব সময় হাসি মুখে কথা বলেন তিনি।যার তুলনা তিনি নিজেই অন্তত একশ বছরের জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, আগামী সংসদ নির্বাচনের ‘মডেল হবে’, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলিয়ে ফেলা যাবে না। এটা একটা মডেল হিসাবে কাজ করবে। এখানে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছেন তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কিন্তু জাতীয় পর্যায়ে ঠিক এ রকম হবে না। বাট ডেফিনিট একটা মডেল।”

ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো সমস্যা নেই সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।”

বিভিন্ন মব হামলার উদাহরণ তুলে সাংবাদিকরা জানতে চেয়েছেন জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু পরিবেশে হবে?

জবাবে তিনি বলেন, “আগে কোনো ঘটনা ঘটলে রিপোর্ট পেতে সময় লাগত। কিন্তু প্রযুক্তির সহায়তায় তথ্য আগে পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও হয়। এখনো যে পরিস্থিতি আছে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *