ঢাকা: মব কালচারের জনক ইউনূস।
ইউনুস-জামায়াত-এনসিপির রাষ্ট্রবিরোধী আগ্রাসন চলছে! দেশকে তালেবানি দুঃস্বপ্নে ঠেলে দিতে চায় এই ‘বেইমান জোট’!
দুর্বৃত্তদের ছদ্মবেশে ‘ইউনুসের এনসিপি’, জামায়াতের প্রশিক্ষিত জঙ্গি বাহিনী, আর দেশদ্রোহী সুবিধাবাদীরা মিলে যাকে পাচ্ছে তাকেই পিটিয়ে মেরে ফেলছে।
দেশকে অস্থিতিশীল করে তোলাই ইউনুসের প্রধান উদ্দেশ্য। সব মিলিয়ে এক ভয়াবহ নৈরাজ্যের ছক আঁকা হয়েছে।
এইবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরের নবীনগর এলাকায় মব করে দুই যুবককে মেরে ফেলা হয়েছে। ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।
এইরকম নানান অভিযোগ তুলে পিটিয়ে মারা হচ্ছে মানুষকে। রাষ্ট্র চুপ, আইন অন্ধ, প্রশাসন তো দেহ উদ্ধার করতে যায় কেবল।
এই ঘটনায় রক্তচোষা জনি গ্রুপের নাটা ফয়সল ও শরীফ নামে দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে। নিহতরা হলেন- সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)।