ফরিদপুর: সড়ক পথের পর এবার ভাঙ্গার রেললাইনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
রেল লাইন অবরোধ করে রাখা হয়েছে ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস প্রথমবারের মতো মুকসুদপুর স্টেশনে দাঁড়িয়ে আছে!
দক্ষিণবঙ্গের ২১ টি জেলার সাথে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এই হচ্ছে সোনার বাংলাদেশ। এটা আসলে সরকারের ব্যর্থতা ছাড়া কিছু না। প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
জনগণ মারাত্মক ভোগান্তিতে পড়েছে। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ- পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে।
এদিন , বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৬০–৭০ জন ও একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন।
এদিকে, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন।
আন্দোলনকারীরা জানাচ্ছেন, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট তাঁরা মানবেন না।
পরিষ্কার বলেছেন তাঁরা , ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই, এই দাবিতে আমরা যতদিন প্রয়োজন, ততদিন রাস্তায় থাকব।