ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশে রেল বিভাগের অবস্থা বেহাল। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। অথচ মহাজন ব্যস্ত পাকিস্তান নিয়ে!

দেশের জনগণ ভাঁড় ম্যায় যায়- পরোয়া নেই মহাজনের! তাঁর ব্যবসা নিয়ে তিনি ব্যস্ত! কখনো মোবাইলের টর্চ দিয়ে ইঞ্জিন চলছে, কখনো বগি আলগা হয়ে যাচ্ছে! এই কী কাণ্ড!

এইবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে তালশহর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশন সূত্রে জানা গিয়েছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়।

দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছে চলন্ত অবস্থায় বাফার খুলে গিয়ে ট্রেনের পেছনের তিনটি বগি আলাদা হয়ে যায়।

কাপলিং হুক ভেঙে পেছনের দিকের তিনটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মেরামত কাজ শেষে এক ঘণ্টা পর ঢাকার পথে রওনা দেয় ট্রেনটি।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।

দুপুর ১টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *