লক্ষ্মীপুর: পুলিশে নিয়োগের নামে জামায়াত-শিবির ঢোকানোর চক্রান্ত—অবৈধ ইউনুস সরকারের নীলনকশা!
আজ যারা বছরের পর বছর ঘাম ঝরিয়েছেন, জীবন বাজি রেখে দেশ রক্ষা করেছেন—তাদের প্রাপ্য পদোন্নতি কেড়ে নিয়ে চাকরি দেওয়া হচ্ছে পুলিশ হত্যাকারী সন্ত্রাসীদের!
এসব দেখে আঁচ করা যায়, জামায়াত কখনো ক্ষমতা পেলে এ দেশের ইতিহাস ৩৬০ ডিগ্রী এঙ্গেলে বিকৃত হয়ে যাবে।
পাকিস্তানিদের বিরুদ্ধে যারা হাসতে হাসতে জীবন দিয়েছিলেন, মৃত্যু নিশ্চিত জেনেও যে হানাদারদের সাথে আপোষ করেনি এদেশের বীর পুরুষরা! তাদেরকে বলা হচ্ছে পাকিস্তানি!
আর যারা হত্যাকারী তারা আছে বহাল তবিয়তে।
এইবার নতুন করে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে লক্ষ্মীপুরের ২৪ জন তরুণ-তরুণীকে। দেখানো হচ্ছে ১২০ টাকার আবেদনেই চাকরি হয়ে গেছে, আসলে ইউনূস তার আকাঙ্খা পূরণ করছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে ফলাফল ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
৯১০ জন প্রার্থীর মধ্য থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্তরা জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবে এবং জুলাইয়ের চেতনা ধারণ করবে এটাই প্রত্যাশা। সবেতেই তাদের জঙ্গী আন্দোলনের কথা।
