ঢাকা: পাক স্পাই জ্যোতি মালহোত্রা। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা ৩৩ বছর বয়সী এক মেয়ের নাম। আইএসআই -এর সাথে যার ছিলো গভীর সংযোগ।
ট্রাভেল ব্লগ করতেন জ্যোতি। সেই ব্লগে বাংলাদেশের একাধিক স্থানে যাওয়ার ভিডিও রয়েছে তাঁর। একাধিক বার বাংলাদেশে গিয়েছেন পাক ‘স্পাই’ জ্যোতি মালহোত্রা। তদন্তে বাংলাদেশ সফর নিয়েও একাধিক সন্দেহজনক তথ্য উঠে এসেছে।
ইউটিউবারের ল্যাপটপ, মোবাইল ও ডায়েরি খতিয়ে দেখে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।গোয়েন্দাদের অনুমান, বাংলাদেশ আসার পরিকল্পনা তৈরিই ছিল জ্যোতির। তবে তারিখ চূড়ান্ত করার আগে পাক হ্যান্ডলারদের বিশেষ ইঙ্গিতের অপেক্ষা করছিলেন তিনি। পাকিস্তান তো চষে বেড়িয়েছেন, বাংলাদেশের আনাচ কানাচ তাঁর চেনা। আর মুহাম্মদ ইউনূস সরকার আসার পর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক গলায় গলায় হয়েছে। যা ভারতের চোখে মোটেও সুবিধাজনক নয়। সব মিলিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে।
জ্যোতি মালহোত্রার গতিবিধি অর্থাৎ কোথায় কী যোগাযোগ ছিলো, সব খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, পাক হ্যান্ডলারদের সঙ্গে পরিকল্পনা করে বাংলাদেশ আসার ছক ছিল জ্যোতির। ইউটিউবারের ভিসা অ্যাপ্লিকেশন থেকে মিলেছে এই গুরুত্বপূর্ণ তথ্য। কারণ ভিসার জন্য ফর্ম ফিল আপও তাঁর করা হয়ে গিয়েছিল।
তবে ফর্ম তো ফিলাপ করা হয়েছে, কিন্তু সেই ফর্মে যাত্রার জন্য কোনও নির্দিষ্ট তারিখ লেখা হয়নি। এবং জানা যাচ্ছে, অস্থায়ী ঠিকানা হিসেবে ঢাকা, উত্তরার একটি জায়গা উল্লেখ করেছে জ্যোতি।