কক্সবাজার: কক্সবাজার জেলার উখিয়া উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের স্বাধীনতা পরবর্তী প্রতিষ্ঠাকালীন সময় থেকে টানা ২৫বছরে ৫বারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আলহাজ্ব বাদশাহ মিয়া চৌধুরী মারা গিয়েছেন।
তাঁর জানাজায় দলমত নির্বিশেষে স্থানীয় হাজারো শ্রেণীর পেশার মানুষের ঢল নেমেছে।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক বাদশাহ মিয়া চৌধুরী গত ৯ সেপ্টেম্বর হলদিয়া পালং পাতাবাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, ৩ছেলে, ৩মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন এই সংসারে।
বাদশাহ মিয়া ১৯৫২ সালে ভাষা সংগ্রামে উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র থাকাকালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্কুলের ঘন্টা বাজিয়ে সকল ছাত্রদের সমবেত করে রাজপথে মিছিল করেন।
বাদশাহ মিয়া চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ শোক জানিয়েছে।
