ঢাকা: ইউনূস ক্ষমতা দখলের পর থেকে বিগত একবছরে মানুষ শুধু অনাচার আর অবিচারে দেশকে ধ্বংস হতে দেখেছে।

চারদিকে মব সন্ত্রাসীরা ঘুরছে, দেশের আজ এমনই অবস্থা যে ঘরের বাইরে বের হলে বাড়ি বেঁচে ফেরার নিশ্চয়তা কেউ দিতে পারে না।

প্রকাশ্যে মানুষকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়, চাঁদাবাজরা দিনের আলোতে চাপাতি নিয়ে বাস-রিকশা থামিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে।

চারদিকে এত প্রকাশ্যে অরাজকতা, খুনাখুনি, ধর্ষণ, এত অপরাধ কিন্তু ইউনূস সরকার নীরব।

এইবার রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় বস্তাবন্দি অবস্থায় রেখসানা বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে হাজি লাল মিয়া সরদার রোডের সুমির দোকানের সামনে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

জানা গেছে, নিহতের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম হাতেম হাং।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *