ঢাকা: ইউনূস ম্যাজিকে ডুবছে স্বদেশ, ভুগছে মানুষ। চাল-সবজির দামে আগুন, দিশেহারা হয়ে গেছে জনগণ।
অতিরিক্ত দামে নাজেহাল দেশের সাধারণ জনগণ, বারবার দাম বৃদ্ধিতে দিশেহারা ক্রেতারা।
ইউনূস রেজিমে ভোগ্যপণ্যের মূল্যে এধরনের ম্যাজিকাল উত্থান নাভিশ্বাস সৃষ্টি করেছে আপামর জনসাধারণের হৃদয়ে।
বেশি দামে চাহিদা মত খাদ্যদ্রব্য কিনতে না পারায় পুষ্টির চাহিদাও মিটছে না।
বাজারে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। মুরগির বাজারে আগুন। জনগণ খাবে কী? কিনবে কী?
ব্রয়লার কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১৮০ টাকা।
খুচরা বাজারে এখন কাঁচা পেঁপে, চিচিঙ্গা, মূলা ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি নেই।
পটল, করলা, গাজর, শসা, ঝিঙে, লাউ, কাঁকরোল, ঢেঁড়স কিংবা ধুন্দল- সব সবজি ৮০ থেকে ১০০-র ঘরে।
রসুনের দাম নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
সোনালি মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা।