ঢাকা: বিশ্বসেরা দুটো নির্বাচন হলো বাংলাদেশে। ডাকসু, জাকসু।
জাকসুর ভোট গণনা তো এখনো শেষ হয়নি। একটা ইউনিয়নের সমান ভোট গুণতে যদি এত সময় লাগে,তাহলে আগামী জাতীয় নির্বাচনে তো ভোট গুণতে এক মাস লাগবে!
তাছাড়া এত গণনার কি আছে, সবাই জানে জিন্নাহর নাতিদের জন্য সব রেডি, তাদের নাম ঘোষণা করে দিলেই হলো!
যতগুলো ছাত্রছাত্রী আছে তার থেকেও বেশি ভোট কাস্ট হলেতো দেরি হবেই কারণ কারচুপির সীমা ছাড়িয়ে গেছে নির্বাচনে। একের পর এক গলত।
এখন তো মনে হচ্ছে জাকসু নির্বাচন-ই বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। ভোট গণনা শেষ হতে দেরি হওয়ার কারণ হিসেবে হাতে গণনা করাকে দায়ী করছেন।
একসময় ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যান নির্বাচনের ভোট হাতে গোণা হতো । তখন রাত ১২ টার আগেই ফলাফল প্রকাশ হয়ে যেত। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কি জাকসুর চেয়ে ভোটার সংখ্যা কম ?
জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করা অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস সকালে অসুস্থ হয়ে মারা গিয়েছেন।
এত অস্থির, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে একজন মানুষ কত ঘন্টা একটানা দায়িত্ব পালন করতে পারেন?
এদিকে অভিযোগ উঠছে, সাংবাদিকরা কেন্দ্রে ঢুকলে বেল বাজানো হচ্ছে।বেল বাজানো নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। তা ঐতিহ্য হলে নির্বাচনে সাংবাদিক প্রবেশের সময় কেন? কারচুপি আর কত?
নির্বাচন কমিশন বলছে, গণনা শেষ করে ফলাফল আসতে বিকেল গড়িয়ে রাত হতে পারে।
এর আগে, ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত পৌনে ১০টা থেকে শুরু হয় গণনার কাজ। শুক্রবার দুপুর পর্যন্ত সময় নিয়েছিল নির্বাচন কমিশন। এ পর্যন্ত ২১টি হল সংসদের মধ্যে অন্তত ১৮টিতে ভোট গণনা শেষ হয়েছে।
