ঢাকা: ইউনূসের আমলে “বাংলাদেশের সার্বভৌমত্ব আজ সবচেয়ে বড় হুমকির মুখে!”
বাংলাদেশ আজ এক ভয়াবহ সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে চলা নানা ঘটনাপ্রবাহ স্পষ্ট করে দিচ্ছে, বর্তমান ইউনুস সরকার একটি অবৈধ ও পাপেট সরকারে পরিণত হয়েছে।
দেশীয় জনগণের প্রত্যাশা ও স্বার্থ উপেক্ষা করে তারা এক ভয়ংকর বৈদেশিক ষড়যন্ত্রের হাতিয়ারে পরিণত হয়েছে।
একটি সরল বিশ্লেষণ বলছে, বাংলাদেশ আজ ইউক্রেনের মতো অনন্ত এক ভূরাজনৈতিক ফাঁদে পা দিতে যাচ্ছে বা ইতোমধ্যে দিয়ে ফেলেছে। জনগণ যদি সময়মতো সচেতন না হয়, তবে পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠতে পারে এক ভয়াবহ অগ্নিকুণ্ড, যার শেষ পরিণতি ভয়াবহ ধ্বংস ছাড়া আর কিছুই হবে না।
বর্তমান ইউনুস সরকার এবং সেনাপ্রধান মিলে দেশের মাটি ও জনগণের ভাগ্য বিদেশি পরাশক্তির কাছে ইজারা দিয়ে দিচ্ছে।
দেশের মানুষের সাথে করা হচ্ছে চরম বিশ্বাসঘাতকতা। এই সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের মূল ভিত্তিকে নষ্ট করে দিচ্ছে এবং জাতিকে এক অনিশ্চিত যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে।
এখন রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠাতে জাতিসংঘের প্রস্তাব পেলে সম্মতি দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন।
৫ আগস্টের পর সেনাবাহিনী নিজের দেশের শান্তি কতটুকু রক্ষা করতে পেরেছে? ওয়াকার উজ জামান কতটুকু নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন?
বাংলাদেশ সেনাবাহিনীর দেশে শান্তি, স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্যে প্রয়োজনীয় সংখ্যা না থাকে, তাহলে সেনা পাঠানোর মতো প্রয়োজনীয় সৈন্য কোথা থেকে আসবে? বাংলাদেশের সেনাবাহিনীর জন্য আজ কোন কাজটা বেশি জরুরি?
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠাতে জাতিসংঘের প্রস্তাব পেলে সম্মতি দেওয়া হবে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ।
আশা করি তাদের মধ্যে যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে জাতিসংঘ নিশ্চয়ই কোনও রোল নেবে। শান্তিরক্ষায় আমাদের যে অভিজ্ঞতা আছে, সেখানে যদি এমন কোনও পরিস্থিতি হয় আমরা তো নিশ্চয়ই অংশ নিতে চাইবো।
তবে বিদেশি সেনা মোতায়েনে সতর্কতা পুতিনের। “যদি চলমান যুদ্ধের সময়ে কোনো দেশ ইউক্রেনে সেনা পাঠায়, আমরা তাদের ধ্বংসের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করব।” – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি সেনা মোতায়েনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
