ময়মনসিংহ: আবারো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই ব্যক্তি। ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকেই ঘটেছে ঘটনাটি। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকার তাসরিফ কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টোপথে যাচ্ছিল।

আর তখনই ময়মনসিংহগামী আয়ান পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

যারা মারা গিয়েছেন তাঁদের একজনের বয়স আনুমানিক ১৫ বছর, অন্যজনের ৪০ বছর। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *