ঢাকা: জঙ্গী জামায়াত-শিবির মারলে গ্রেপ্তার বাংলাদেশে! অথচ পুলিশের উপর জামায়াত শিবির নেতাকর্মীরা আক্রমণ চালিয়েছে তখন কারো গ্রেপ্তার নেই!

এদিকে পুলিশে গোপন আঁতাতে জামায়াতকে ঢুকিয়ে দেয়া হচ্ছে। পুলিশে নিয়োগের নামে জামায়াত-শিবির ঢোকানোর চক্রান্ত—অবৈধ ইউনুস সরকারের নীলনকশা!

প্রাপ্য পদোন্নতি কেড়ে নিয়ে চাকরি দেওয়া হচ্ছে পুলিশ হত্যাকারী সন্ত্রাসীদের! এটাই ইউনূস সরকার।

ইউনূসের আমলে গ্রেপ্তার পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম। গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

মহানগর ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কে এম নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *