ফরিদপুর: সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় চলছে অবরোধ কর্মসূচি।
এদিকে, ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভাঙ্গার সর্বস্তরের জনগণ।
এদিন, রবিবার (১৪ সেপ্টেম্বর) দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত ১০টি এলাকায় অবরোধ করছেন বিক্ষুব্ধরা।
সকাল ৬টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করে দেন বিক্ষুব্ধরা। সকাল ১০ টায় পুখুরিয়াসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয়রা সড়কে গাছের গুঁড়ি, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
সকাল ৯ টায় রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা রেলপথের ভাঙ্গা উপজেলার হামিরদি রেল ক্রসিংয়ে নকশীকাঁথা ট্রেন আটকিয়ে দেয় বিক্ষুব্ধরা।
যাত্রীরা মারাত্মক হেনস্থার মুখে পড়েন।
উল্লেখযোগ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেন।
গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশ্ববর্তী ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই আন্দোলন শুরু হয়।
একজন যাত্রী বলেন, ট্রেনে করে ঢাকায় মেয়ের বাসায় যাচ্ছিলাম। হামিরদি রেলক্রসিংয়ে যাওয়ার পর রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ট্রেন আটকে দেওয়া হয়। পরে আমাদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। এখন এই ভারি মালপত্র নিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে।