কক্সবাজার: হায়রে বাংলাদেশ! হায় ইউনূস! স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, বাবার সামনে মেয়েকে ধর্ষণ! কী সাবলীলভাবে ঘটে চলেছে ঘটনাগুলো।
কক্সবাজার শহরে স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে । এই ঘটনায় অভিযুক্ত বীরেন চাকমা (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম রঞ্জন চাকমা (৫৫)।
রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ঝিলংজা উত্তরণ আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, নিহত রঞ্জন চাকমা তাঁর স্ত্রী কালোদেবী চাকমাকে (৩৫) নিয়ে কাজের সন্ধানে সম্প্রতি রাঙ্গামাটি থেকে কক্সবাজারে আসেন।
আগের থেকেই পরিচয় থাকার সুবাদে তাঁরা স্বদেশী বীরেন চাকমার ভাড়া বাসাতেই ওঠেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে তিনজন মিলে মদ্যপান করছিলেন। একপর্যায়ে বীরেন চাকমা জোরপূর্বক কালোদেবীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে।
এই ঘটনায় স্বামী রঞ্জন চাকমা স্ত্রীকে বাঁচাতে গেলে বীরেন তাঁকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যান রঞ্জন।
ঘটনার খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রঞ্জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে পুলিশ তো এখন শুধু দেশে লাশ উদ্ধারের জন্যে আছে। বড় মর্মান্তিক বাংলাদেশের পরিস্থিতি।