ঢাকা: যতদূরে যাও পাখি দেখা হবে ফের, স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের। মনে পড়ে গেলো কথাটি।

উপদেষ্টার সামনে এলইডি স্ক্রিনে ভেসে উঠলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি।

উপদেষ্টা নামক অপদেষ্টারা তো বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধু, শেখ হাসিনার ছবি দেখলে তাঁরা জুজু দেখেন।

‎‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের মুখে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর।

‎রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনার সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন, এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রতিফলন ঘটে আমরা যখন যেটা টের পাই তার ব্যবস্থা নেই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *