মাদারীপুর: প্রতিদিন চলছে হত্যাকাণ্ড! রাষ্ট্র, প্রশাসন একদম চুপ। শুধু দৃশ্য দেখে যাচ্ছে। আর ঘটনা ঘটার পর পুলিশ যাচ্ছে কেবল লাশ উদ্ধার করতে।
মাদারীপুরের শিবচর উপজেলায় বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার রাতে উপজেলার একটি ব্যস্ত সড়কে এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। পৈশাচিক ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনায় এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের উপর্যুপরি আঘাত করতে থাকে। অতর্কিত আক্রমণে রাকিবসহ বেশ কয়েকজন লুটিয়ে পড়ে রাস্তায়।
কিন্তু জঙ্গী কাকে বলে? হামলাকারীদের উপর আক্রমণ চলতেই থাকে।
মেরেধরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।