ঢাকা: এনবিআর বা কর কর্মকর্তাদের সঙ্গে ঢালাওভাবে যা করা হচ্ছে সেগুলো কী দেশের স্বার্থে ভেবে চিন্তে করা হচ্ছে নাকি কারো ব্যক্তিগত স্বার্থে বা ক্ষোভের বশে সব করা হচ্ছে?
ইউনূস ব্যক্তিগত স্বার্থে দেশকে চাঙ্গে উঠিয়েছেন। প্রতিহিংসা চরিতার্থ করছেন মহাজন।
এইবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার (১৫ সেপ্টেম্বর) কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল আনা হয়েছে।
১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে, এবং এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে একজন কর পরিদর্শককে।
বরখাস্ত তো আদালতের বিচারককেও করা হচ্ছে। সব জায়গায় জামাত শিবির ঢুকিয়ে দেশে জঙ্গী চাষ করা হচ্ছে।
এনবিআর-এর দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) তানভীর আহম্মেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলির তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে কর অঞ্চল-১৬ এ কর্মরত যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
উক্ত চিঠিতে বলা হয়েছে, তাঁর চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার কারণে এবং জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার বিবেচনা করেছে।
সরকার এত জনস্বার্থের কথা চিন্তা করে? অথচ সেই জনগণ আজকে চাতকের মতো ন্যায় বিচারের আশায় বসে থাকে প্রতিটা অন্যায়ের?
এদিকে, গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’- এর অভিযোগ আনা হয়েছে।