ঢাকা: বাংলাদেশের হিন্দুরা তো শারদীয় শুভেচ্ছা পেয়েই গেছে। পুজো যে আসছে,তা তো এখন আর প্রকৃতি দেখে বলতে হয় না, মৌলবাদীরা জানিয়ে দেয় পুজো এসেছে।

জানিয়েই তো দিলো দুর্গা পূজা এসেছে। প্রতিমা ভেঙে মন্দিরে আগুন লাগিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়ে দিয়েছে ইসলামিক মৌলবাদী গোষ্ঠী।

নাহ! কিছু বলেননি ইউনূস। নীরব, নির্বিকার তিনি। যেন কিছুই ঘটেনি! অথচ জঙ্গীদের পুষে রেখেছেন, উৎসাহ দিচ্ছেন হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দিতে। আর মাঝেমাঝে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেঁতো হাসি হেসে হাসছেন।

⁨হিন্দু পল্লীতে আগুন দিয়ে ইউনুস-জামায়াত-এনসিপির রাষ্ট্রবিরোধী আগ্রাসন চলছেই! দেশকে তালেবানি দুঃস্বপ্নে ঠেলে দিতে চায় এই ‘বেইমান জোট’!

দেশদ্রোহী সুবিধাবাদীরা হিন্দুদের উচ্ছেদ করে ক্ষান্ত হবে।

ঐ যে বললাম, মাঝে মাঝে ঢাকেশ্বরী তে গিয়ে দেঁতো হাসি হেসে হাসেন। তাই করলেন!

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মুখে একগাল হাসি নিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মন্দির পরিদর্শনে যান তিনি।

মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন প্রধান উপদষ্টা।

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এসময় তারা আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয়, কথা বলার সুযোগ হয়।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *