চট্টগ্রাম: দেশের চারদিক যখন ভাগাড়ে পরিণত হয়েছে, নদীতে মাছের বদলে যখন লাশ ভাসছে তখন এই মৃত্যুকেও কোনো স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না।
সংখ্যালঘু হিন্দু হত্যা আবারো বাংলাদেশে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ধানক্ষেত থেকে নয়ন আচার্য নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রানীরহাট-রোয়াজারহাট সড়কের পাশে ধানক্ষেত থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নয়ন। খোঁজাখুঁজি করতে করতে অবশেষে তাঁর লাশ উদ্ধার হয়।
নয়নবাবু উপজেলার উত্তর পারুয়া এলাকার মৃত ননী গোপাল আচার্যের ছেলে।
জানা গিয়েছে, নয়ন রানীরহাট এলাকায় একটি সিগারেট কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন।
ঘটনাটিকে হত্যা বলেই সন্দেহ করছেন সবাই। কারণ আনাচে কানাচে, এখন প্রকাশ্যেও হানাহানি চলছে। আর হিন্দুদের মারলে তো বেহেস্ত, তাছাড়া বিচার বলতে তো কিছু যায় আসে না।