নেত্রকোনা: কোথায় গেলো অন্তর্বর্তী সরকারের উপদেশ? হিন্দুদের রক্ষাকর্তা ইউনূসের সরকারের প্রতিশ্রুতি কোথায় গেলো? ঠেকাতে পারছেন জঙ্গীদের?
এবার নেত্রকোনায় দুটি প্রতিমা ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দিবাগত রাত তিনটা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টার মধ্যে কোনো একটা সময় সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি পূজামণ্ডপে এই পৈশাচিক ঘটনাটি ঘটে।
হিন্দুদের মারপিট করে, হত্যা করে, মন্ত্রীর ভেঙে জঙ্গীদের পুণ্য। তাই পুণ্যের কাজগুলো করে আসছে।
পুলিশ ও কান্দুলিয়া কালীবাড়ি পূজামণ্ডপ কমিটি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমাশিল্পীরা গত কয়েক দিন ধরে অস্থায়ী দুর্গামণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছিলেন। মাটির কাজ শেষে কয়েক দিন আগে তাঁরা চলে যান। এরপর ত্রিপল, কাপড় দিয়ে প্রতিমাগুলো ঢেকে রাখা হয়েছিল।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন সেখানে গিয়ে দেখেন কার্তিকের ডান হাত মোচড়ানো ও অসুরের বাঁ হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। অসুরের গলার অংশ কিছুটা ফাঁকা করে রাখা হয়।
মন্দির কমিটির সভাপতি মিন্টু রায় বলেছেন, ‘সোমবার রাত তিনটা থেকে আজ সকাল ছয়টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ কাজ করেছে। প্রতিমাগুলোর এখন শুধু রং করা বাকি’।
তবে অপরাধ হবে, শাস্তি যে হবে না, সেটা সবাই জানে। হিন্দুদের দেশছাড়া করতে পারলে মৌলবাদীরা বাঁচে!