ঢাকা: বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যাসব কথা বলছেন, আর যা সব কর্ম করছেন, তাতে জনগণ ক্ষিপ্ত।
হিন্দু ধর্মের রক্ষা করতে পারেন না, মূর্তি ভাঙছে জঙ্গীরা সেইদিকে হুঁশ নেই, এখন নাকি দুর্গা পূজা নিয়ে অ্যাপ খুলেছেন! কী অদ্ভুত!
শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে পালন করা যায়, সেজন্য নতুন অ্যাপ খোলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
এবার পূজা গতবারের চেয়েও ভালোভাবে উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা নির্বিঘ্নে উৎসবমুখর হবে।
নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে। কোথায় কী হবে অ্যাপের মাধ্যমে জানা যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো হামলার আশঙ্কা নেই। তবুও ২৪ ঘণ্টা নজরদারি থাকবে।
হামলাগুলো যে হচ্ছে সেগুলো তাহলে কী জবাব নেই উপদেষ্টার।