ঢাকা: বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু জ্বর একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে।

অনেকেই জ্বরকে সাধারণ ভেবে অবহেলা করছেন, কিন্তু ডেঙ্গু দ্রুত গুরুতর আকার ধারণ করতে পারে।

তাছাড়া এই সরকার তো কোনোরকম ব্যবস্থা গ্রহণ করছে না। কোনো সতর্কতামূলক প্রচারণা নেই, কিচ্ছু নেই।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

এবং একই সঙ্গে এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৪৭ জন ভর্তি হয়েছেন।

এদিন, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু নিয়ে এই তথ্য জানানো হয়।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *