ঢাকা: মাঝে আর একদিন। চলে এলো প্রতীক্ষার মহালয়া। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি হল মহালয়া।

যদিও শারদীয়া দেবী দুর্গার পুজোর হিসাবেই মহালয়া তিথি বিশেষ পরিচিত।

মহালয়ার দিন তর্পণ করা হয়।শাস্ত্রমতে, পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় হল পিতৃপক্ষ।

পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষকে জল দান করলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারে বাধাবিঘ্ন নাশ হয়, সংসারে শান্তি আসে, শ্রীবৃদ্ধি হয়।

আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়া। তবে এই বছর মহালয়া উপলক্ষ্যে সরকারি কোনো ছুটি নেই।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় দেখা গেছে, মহালয়ার জন্য কোনো আলাদা ছুটি রাখা হয়নি। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের বেশিরভাগ অধিদফতরের প্রকাশিত ছুটির তালিকাতেও মহালয়ার নাম নেই।

অবশ্য ইউনূস জঙ্গী তোষণে ব্যস্ত। তাঁর এইসব দিকে খেয়াল থাকার কথা না।

সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন।

১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষ্যে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষ্যে রয়েছে সাধারণ ছুটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *