ঢাকা: বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে চলছিলেন বলেই শেখ হাসিনাকে সরিয়ে দেয়া হয়েছে মেটিকুলাস ডিজাইনে।
সন্দেহ করা হচ্ছে অনেককিছুই। বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মার্কিন সেনাবাহিনীর অনুষ্ঠানের আড়ালে ইঙ্গিত করে অনেক কিছু।
এই আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড,চায়না ইকোনমিক জোন,কাফকো ,সিইউএফএল সার কারখানা।
তাছাড়া কর্ণফুলীর তলদেশে নির্মিত টানেল সহজেই সংযুক্ত করেছে চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্র বন্দর। কর্ণফুলী নদীর মোহনা ও সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় এই উপজেলা ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তাই হঠাৎ মার্কিন সেনাবাহিনীর এই এলাকায় আগমন বহু প্রশ্নের সৃষ্টি করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা নিয়ে বহু প্রশ্নের উদয় হচ্ছে।
বলা হচ্ছে, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সাতদিনের ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩’ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স।
মহড়ার অংশ হিসেবে ইউনাইটেড ন্যাশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইএনসিএপি) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মহড়া অনুষ্ঠিত হয়।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।
তিনি সংস্কার করা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।