ঢাকা: পরিবেশ, পরিস্থিতি নাকি ভালো আছে? উৎসবমুখর পরিবেশে নির্বাচন করবেন আমাদের প্রধান উপদেষ্টা, তাহলে পুলিশের এত প্রশিক্ষণ লাগবে কেন?
ভোটকেন্দ্র কী যুদ্ধখানা যে পুলিশের আলাদাভাবে প্রশিক্ষণের প্রয়োজন হচ্ছে?
আর প্রশিক্ষণ কি রগ কাটা শিবিরের কাছে? কারণ পুলিশ তো প্রশিক্ষণপ্রাপ্তই থাকেন, তাদের স্পেশাল প্রশিক্ষণের প্রয়োজন কী?
নির্বাচনের প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন এর, জেলা নির্বাচন অফিসারের, উপজেলা নির্বাচন অফিসারের, কেন্দ্র প্রিজাইডিং অফিসারের, কেন্দ্র পোলিং অফিসারের। তাদের ক্ষমতা ও কার্যক্রম এর উপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন।
তারা সব অনিয়মের উর্ধ্বে থাকলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। এখানে এত পুলিশি প্রশিক্ষণের দরকারটা কোথায়?
মহাজন কি ভিন্ন কিছুর প্রস্তুতি নিচ্ছেন? ডাকসু রোল মডেল জাতীয় নির্বাচনের? বলা তো হয়েছেই ইতিমধ্যে!
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সক্ষম করতে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে বিভিন্ন ভেন্যুতে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) কোর্সের তৃতীয় দিনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোর্স পরিদর্শন শেষে এই কথা বলেন আইজিপি।
গত ১৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী কোর্সটি শুরু হয়।