চট্টগ্রাম: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সৌদিয়া ও ঈগল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. আরাফাত (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
এবং এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াহাট শাহ আমানত গ্যাসপাম্পের সামনে।
যারা আহত হয়েছেন তাদের মধ্যে আছেন, নাবিল (১১), সিয়াম (১৮), ফারজানা আক্তার (১৮), দেলোয়ারা বেগম (৩৮), মনোয়ারা বেগম (৪০), লুৎফুন্নেছা (৩৫), আকবর আলী (৪৪), আলী হায়দার (২৬), ইসমাইল (২৯), জালাল উদ্দীন (২৫), নুর বানু (১৮), মানিক (২৩), আহমদ কবির (৫৮), আসিফ (৩০), সৌরভ (২৪)সহ অনেকের পরিচয় পাওয়া গেছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত বাস দুটো জব্দ করা হয়েছে।