ঢাকা: জনগণের দল হওয়া এত সহজ? জনগণের কাছে আসা? মুক্তিযুদ্ধের বাংলায় দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ দেয়া রাজাকাররা এই বাংলাদেশে টিকতে পারবে?

কিংস পার্টি এনসিপির পরিণতি এমনটাই হবে এটা আমরা বলে না সারা দেশ জানতো। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে না।

প্রতিষ্ঠা বার্ষিকই পালন করতে পারল না তারা, ছয় মাসের মাথায় তারা অন্য দলের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কোথায় গেলো অহংকার? মুখ থুবড়ে পড়লো?

যখনই কেউ অস্তিত্ব সঙ্কটে পড়ে, তখন খড়কুটো ধরে আশ্রয় খুঁজে। এনসিপি এখন সেই খড়কুটোর খোঁজে।

আর গণঅধিকার পরিষদই এখন সেই খড়কুটো, তবে এরা নিজেরাও প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দল নয়।

কোথায় গেলেন এখন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী?

কিংস পার্টি এনসিপি যখন গঠন হলো, তখন ইন্টেরিম প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মিথ্যাবাদী শফিকুল আলম বলছিলেন, এনসিপির নাহিদ ইসলাম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী বারবার দাবি করছিলেন, তারা চারশ’ আসনের সংসদে তিনশ’ আসন পেতে যাচ্ছেন।

কোথায় গেলো এদের বাহাদুরি? এখন তো দাঁড়ানোর কোণাও নেই এদের।

এদের উৎপত্তিই হয়েছে ধান্দা করে। তো উন্নতি হবে কী করে?

গণপরিসরে কিংস পার্টি এনসিপির কোন জনসমর্থনই নাই, কিন্তু সরকারের সব জায়গায় তাদের একাধিপত্য। প্রশাসন থেকে শুরু করে চাঁদাবাজি, মববাজি, নারী নিয়ে বেলেল্লাপনা কোথায় নেই এনসিপি—কিন্তু আসল জায়গায় একদম ঠুঁটো জগন্নাথ।

মুজিব বাদের কবর রচনা করতে গিয়ে নিজেদের কবর রচনা করে ফেললো।

তবে একীভূত হলেও নাম বদল হচ্ছে না দলের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শনিবার (রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

হান্নান মাসউদ জানান, নাম পরিবর্তন নয়, বরং একাধিক দলের এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলমান।

নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেন, ‘একটা কথা স্পষ্ট, এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে।

আর ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *