ঢাকা: গতকাল রাত থেকেই রাজধানী ঢাকায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একটানা মুষলধারে বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিন, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত একটানা বৃষ্টি পড়ে ঢাকায়। তার সাথে বজ্রপাত।
তুমুল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে জনগণের হেনস্থার সৃষ্টি করছে।
রাজধানীর মিরপুর, গ্রিনরোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতায় পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে হাটে বাজারে যাওয়া মানুষগুলো বিপদে পড়ে গেছেন।
ঢাকায় অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। জনগণের ভোগান্তি হয় কয়দিন পর পর।
আর এই অবস্থার সুযোগ নেয়ার জন্য তো তৈরি থাকেই অটোরিকশা চালকরা। বাড়তি ভাড়া না দিলে যায় না । মূলত গোটা বাংলাদেশটাই দুর্নীতিতে ভরা। এখানে মানবতার জায়গা নেই।
মিরপুর থেকে কর্মজীবী শামছুল হক বলেন, “বৃষ্টি শুরু হওয়ার পর বাস পাওয়া মুশকিল হয়ে যায়। ভাড়া দ্বিগুণ, আবার রাস্তায় পানি জমে হাঁটাও দায় হয়ে পড়ে।”
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের এই প্রবল বর্ষণ মৌসুমি বায়ুর প্রভাবে হয়েছে।
আজ দিনভর রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।