ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা আছে এই ব্যক্তির? তাঁর মধ্যে তো কোনো শিষ্টাচারই নেই।

কতগুলো অপদার্থ বসে আছে চেয়ার দখল করে। এই যে এত এত প্রায় প্রতিদিন প্রতিমা ভাঙচুর হচ্ছে, তিনি দেখেন না। বলেন, দু একটা ঘটনা!

কোনো হিন্দু নির্যাতন, ঘরবাড়ি পোড়ানো তাঁর নজরে আসে না। কলা খেতে খেতে মন্দির পরিদর্শন করলে তো তিনি কিছু দেখবেন না চোখে, এটাই স্বাভাবিক।

তাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অবলীলায় বলে ফেললেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো। কোনো ধরনের সমস্যা নেই।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম মিলে যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। প্রত্যেক জায়গায় সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু এইসব কথায় চিড়ে ভিজবে না। সনাতনীরা এই সরকার, উপদেষ্টাদের গোণায় ধরে না। মোটেও বিশ্বাস করা যায় না এই উপদেষ্টাদের কথা।

এবার দুর্গাপুজোয় গোটা দেশের ২৯ টি জেলাকে ‘ঝুঁকিপূ্র্ণ’ বলে ঘোষণা করল ‘সম্প্রীতি যাত্রা’ নামে এক সামাজিক প্ল্যাটফর্ম।

এর মধ্যে রাজধানী ঢাকা-সহ ৫ টি জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ এবং কম হলেও ঝুঁকি রয়েছে ২৪টি জেলায়।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিক সম্মেলন করেন ‘সম্প্রীতি যাত্রা’ নামে ওই সোশাল প্ল্যাটফর্ম।

সদস্যরা জানান, উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলির তালিকায় রয়েছে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালি।

মাঝারি ঝুঁকি রয়েছে গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ি, চট্টগ্রাম, বান্দরবন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালি ও নেত্রকোনা।

দেশের অন্য জেলাগুলোকে ‘নিম্ন ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছে সম্প্রীতি যাত্রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *