ঢাকা: ৭১ কে ঢাকার চেষ্টা ২৪ এর দাঙ্গা দিয়ে! কী অদ্ভুত মানসিকতা লালন করছে এই জঙ্গীরা!

বর্তমানে ইউনুস ক্ষমতায় কিন্তু বাংলাদেশ ছাড়া কোথাও তাঁর সম্মান নেই। যেখানে যাচ্ছেন সেখানেই অবরোধের মুখে, ইউনূস বিরোধী স্লোগান শুনছেন! কর্মই তো এমন তাঁর!

যুক্তরাষ্ট্রে ইউনুসের গাড়ি বহরে আ.লীগের হামলায় পালিয়ে বাঁচলো এইবার ইউনূস!

নিউইয়র্ক আগে থেকেই ইউনূসের ছবিতে জুতার মালা পরিয়ে তৈরি ছিলো রাজাকারদের প্রতিহত করার জন্য।

যদি বলি, রাজাকাররা যে নির্যাতন চালিয়েছিলো, তার চেয়ে বেশি ষড়যন্ত্র আর নির্যাতন চালানো শুরু করেছে এই অবৈধ সরকার। মানুষ তিলেতিলে মরছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

পরিস্থিতি এমন হতে পারে সেটা আগে থেকেই আঁচ করে বডিগার্ড নিয়ে গিয়েছিলেন, কিন্তু সবাইকে ঠেলে দিয়ে নিজে পালালেন- এ কেমন প্রভু?

পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি নির্ধারিত গেট এড়িয়ে বিকল্প পথে গোপনে বিমানবন্দর ত্যাগ করেন।

নিউইয়র্ক সময় দুপুর ২:৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ড. ইউনূস জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন।

তার আগমনের খবর পেয়েই বিমানবন্দরের বাইরে আগে থেকেই অবস্থান নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ড. ইউনূসের বিরুদ্ধে উঠতে থাকে বিভিন্ন স্লোগান। এবং তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এইদিকে পরিস্থিতি গম্ভীর, আওয়ামী লীগের নেতাকর্মী দেখে চোরের মতো বিমানবন্দর থেকে পালিয়ে যান মহাজন।

তাঁরা প্রত্যেকে ডিম নিয়ে প্রস্তুত ছিলেন, এইকথা জানালেন। তবে হন্তদন্ত হয়ে মহাজন পালালেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *