ঢাকা: এমন ঘটনা অপ্রত্যাশিত নয়। জনগণ বলছে, এই ফল রাজাকারদের কাম্য। কারণ এক জঙ্গী হামলা চালিয়ে শেখ হাসিনাকে দেশছাড়া করে জোরজবরদস্তি এরা ক্ষমতা নিয়েছে।

জনগণ আরো বলছে, মুজিববাদের কবর রচনা করবে এই জঙ্গীরা? এরা না মুক্তিযোদ্ধার সম্মান দেয়, না মাটির সম্মান দেয়? দেয় কেবল টাকার সম্মান। চাঁদাবাজি, হরলুটি, মব, ছিনতাই চালিয়ে দেশটাকে গভীর অন্ধকারের দিকে টেনে নিয়েছে। এরা যেখানেই যাবে, সেখানেই অপদস্থ হবে।

এই যে ইউনূস বডিগার্ড নিয়ে গেলেন নাচতে নাচতে নিউইয়র্ক, কোথায় নিজে তো গা বাঁচিয়ে সরে পড়লেন পরিস্থিতি বুঝে- এই বুঝি তাঁর দরদ?

কিন্তু এনসিপি, বিএনপি এরা এখনো কাঁচা, এরা মনে করেছে ইউনূস তাদের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে গেছেন, তারা পরিচিতি পাচ্ছে, দল শক্ত হচ্ছে। অথচ কী হচ্ছে, সেটা টের পাবে সময়ে।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

তারা আগে থেকেই প্রস্তুত ছিলো। ক্ষোভে ফেটে পড়ে নেতাকর্মীরা। তাঁদের দেখেই কেটে পড়েন ইউনূস।

এইদিকে এই ঘটনায় অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিতে তিন দফা দাবির কথা জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির প্রবাসী উইং ডায়াস্পোরা অ্যালায়েন্স এই দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ।

দাবিগুলো হলো-

১. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউইয়র্ক শহরের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি অভিযোগ করতে হবে।

২. নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সহসম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।

৩. সফরের পরবর্তী অংশের জন্য প্রত্যেক সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *