গাইবান্ধা: ষড়যন্ত্রমূলক মামলা চলছেই। এবার গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসনের সাবেক ৬ জন এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৮৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে।
উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার, ২২ মে গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার অন্যতম আসামিরা- আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-০১ আসনের সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা, গাইবান্ধা-০২ আসনের শাহ সরোয়ার কবির, গাইবান্ধা-০৩ আসনের উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-০৪ আসনের আবুল কালাম আজাদ, গাইবান্ধা-০৫ আসনের মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া আওয়ামী লীগ এবং অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাসহ মামলায় মোট ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
দেশের সর্বত্র সকল শ্রেণি-পেশার মানুষের মানবিক মর্যাদা আজ ভূ-লুণ্ঠিত। সকল শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে পাইকারি হারে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়।