ঢাকা: নিউইয়র্কে মারাত্মক ক্ষোভের মুখে পড়ে ইউনূস গং। যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীকে ডিম নিক্ষেপের অভিযোগে আটক হয়েছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী।
তবে কিছুসময়ের মধ্যেই তিনি মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া উত্তেজনাকর পরিস্থিতির পর তাকে আটক করা হয়।
সূত্র জানিয়েছে, আমেরিকার আইন অনুযায়ী এই ধরনের ঘটনা, অর্থাৎ যেখানে ডিম নিক্ষেপের ফলে কারও পোশাক নষ্ট হয়, সেটা কোনো গুরু অপরাধ না।
জরিমানার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য একটি সামান্য অপরাধ এটি। পরিবেশ শান্ত করার জন্য পুলিশ সাময়িকভাবে মিজানুরকে হেফাজতে নিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষ হলেই তাঁকে মুক্তি দিয়ে দেওয়া হয়।
এদিকে পরিস্থিতি আঁচ করে ড. মুহাম্মদ ইউনূস ঘটনাস্থল এড়িয়ে পেছনের গেট ব্যবহার করে বিমানবন্দর ত্যাগ করেন গোপনে আগেই।
তবে যারা নাকি মানব ঢাল হয়ে গেলেন যুক্তরাষ্ট্র, তাদেরকেই ছেড়ে দিলেন ইউনূস। এই তাঁর কৃতজ্ঞতা?
মিজানুরের মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বলছেন, সত্যের জয় হবেই। মিজানুর ভুল করেননি।