ঢাকা: আগুনের মতো ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগের মিছিল। শুধু আওয়ামী লীগ নয়, মিছিল পথেঘাটে যারাই দেখছে, পথচারীরা সাথেসাথে জয় বাংলা স্লোগান দিচ্ছে।

এই স্লোগান জনগণের মনের বল। আজ প্রায় ৫০- এর বেশি গ্রেপ্তার করেছে ইউনূসের অবৈধ পুলিশ। কিন্তু গ্রেপ্তার করার পরেও মিছিল রুখতে পারে নাই।

আশি ঊর্দ্ধরাও যোগ দিচ্ছেন মিছিলে।
একজন বৃদ্ধা, উনি মিছিল থেকে বের হয়ে গেলে, পথচারী তাদের অভয় দিয়ে বলছেন ভয় পান কেনো, মিছিল কন্টিনিউ করেন। আমাদের বিজয় আসবে….! ভাবুন তাহলে!

রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে অবৈধ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরে পান্থপথের পানি ভবনের পাশে মিছিলের প্রস্তুতিকালে নেতাকর্মীদের আটক করা হয়।

এদিকে আবার ডিএমপির তেজগাঁও এবং শেরে বাংলা নগর থানা পুলিশও অনেককে আটক করেছে। ‎বিশেষ করে ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়াও জানা গিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *