লালমনিরহাট: শারদীয় দুর্গোৎসব চলে এলো। আনন্দের উৎসব যদিও বাংলাদেশের সনাতনীদের কোনো আনন্দ নেই। তাঁরা প্রাণের ভয়ে থাকেন, কখন কোন অঘটন ঘটে, মুসলমান উগ্রবাদীরা কখন আক্রমণ চালায়!

যাই হোক, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

যদিও এই সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন, তাদের যাত্রা স্বাভাবিক থাকবে।

বুধবার সকালে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বন্দরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেছেন, ‘স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। ফলে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।’

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘দুর্গাপূজার ছুটি থাকলেও কাস্টমস দপ্তর সচল থাকবে। তবে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ৮ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *