বগুড়া: এবার গ্রেপ্তার হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টা নাগাদ উপজেলার খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক বাংলাদেশ আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সদস্য।ওসি ডিবি ইকবাল বাহার জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, সারিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাফি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের মৃত ছায়েদ জামানের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। বলা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি।
প্রসঙ্গত, দেশে বর্তমানে বিভিন্ন জেলায় মামলা ছাড়া ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক করা হচ্ছে । সংস্কারের নামে গণ গ্রেফতারের এইসব প্রহসন ও আইন বহির্ভূত কর্মকাণ্ড চলছেই দেশব্যাপী ।