ঢাকা: সারা বাংলাদেশে চলছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকারের নির্বিচার গণগ্রেফতার।
এখানেই শেষ নয়, কারাগারে চলছে শারীরিক ও মানসিক অত্যাচার। এবং খুন তো চলছেই। এ যে এক ভয়াবহ সময় উপস্থিত।
বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা শাখার ১নং আমানউল্যাহপুর ইউনিয়ন এর একনিষ্ঠ কর্মী ইভাম রনি -কে কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। এইরকম প্রতিদিন হচ্ছে।
বাংলাদেশ ছাত্রলীগ উক্ত গ্রেফতারের তীব্র নিন্দা ও জোড়ালো প্রতিবাদ জানাচ্ছে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।
তারা বলছে, অন্যায়ভাবে গ্রেফতার করে ছাত্রলীগের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা। আদর্শিক লড়াই চলছে, চলবে। ছাত্রলীগ লড়বে।
হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে একটি সংবাদ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বিবৃতিতে বর্তমান সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “দেশকে শত্রুমুক্ত করেই আমরা ঘরে ফিরবো মাথা উঁচু করে”।
সোমবার ( ২৪ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কঠোর অবস্থান ব্যক্ত করা হয়।
বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ‘ফ্যাসিস্ট ইউনুসের জঙ্গি বাহিনী’র আক্রমণে ছাত্রলীগের সহস্রাধিক কর্মী শিকার হয়েছেন এবং পাঁচ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অন্ধকার যুগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং দেশরত্ন শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা রাজপথে নেমেছে, তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।
ছাত্রলীগ নেতারা বলেন, “মাতৃভূমিকে মুক্ত করার সংগ্রামে এই কর্মীরাই আমাদের নেতা, এই কর্মীদের নেতৃত্বেই আমরা ঘুরে দাঁড়াবো।”
বিবৃতিতে আরও বলা হয়, এই নির্যাতন, হামলা ও গ্রেপ্তারের দিন অবশ্যই শেষ হবে।