পিরোজপুর: কী বলেছিলেন মির্জা ফখরুল? বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে মব ভায়োলেন্স। কারও বাড়ি-ঘর ভাঙচুর, ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এখন পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। এটা আগে ছিল না।”
তিনি জানেন না বিএনপি জামাত শিবিররাই যে দেশে তাণ্ডব লাগিয়ে রেখেছে।
পিরোজপুরে জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে (৫২) হাতুড়িপেটা করে তার দুই পা ও হাত ভেঙে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির জঙ্গীরা কী করছে না দেশটাতে? যেমন জঙ্গী ছিলো তেমন জঙ্গীই আছে এরা এখনো।
হিন্দু হত্যা ধর্ষণ এগুলোর বিচার কোনোদিন হয়নি আর হবেও না বাংলাদেশে।
স্কুল থেকে ফেরার পথে পিরোজপুরে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের (৫০) দুই পা ও ডান হাত ভেঙে দিয়েছে বিএনপি জঙ্গীরা। এই সময় তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমার (৪৬) আহত হন।
সহকারী শিক্ষক অসীম কুমার জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে তিনি পিরোজপুর শহরে ফিরছিলেন।
হঠাৎ দেখা যায়, পিরোজপুর- নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় পৌঁছালে ৭-৮ জন সন্ত্রাসী তিন, চারটি মোটরসাইকেলে এসে পথরোধ করে দাঁড়ায়।
কথা নেই, বার্তা নেই শিক্ষক বিপুল মিত্রকে এলোপাথাড়ি মারধর শুরু করে, তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয়।
এই ঘটনার খবর শুনে বিপুল বাবুর প্রাক্তন শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করেছেন।
স্থানীয়রা শিক্ষকদের আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখান থেকে বিপুল মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষক অসীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনায় সরদার কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করেছে পুলিশ।