ঢাকা: ধূর্ত ইউনূসকে যারা সরল আখ্যা দিচ্ছে তারা কতটা ধূর্ত একবার চিন্তা করুন।

দেশটাকে তো খেয়েছে লুটেপুটে, আমেরিকা আর পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের ঘরে শনি ঢুকিয়েছে।

ধূর্ত ইউনুস বিএনপি জামায়াত এনসিপি নেতাদের শুধু বডিগার্ড হিসেবে নেননি।

এর পিছনে অনেক কারণ আছে। আমেরিকার ডোনাল ট্রাম্পের কাছে এসব রাজনীতি গরুদের গাবতলী গরু হাটের মতো বিক্রি করতে সাথে নিয়েছেন।

বডিগার্ড সাথে নেওয়ার মূল উদ্দেশ্য হলো আমেরিকা বিশ্বাস করবে যে তারা বাংলাদেশে বিমান ঘাঁটি করলে আর কেউ বাধা দেবে না কারণ বিরোধী সব নেতারাই সহমত আছে।

ইউনূস ভুলে গেছেন আওয়ামী লীগের কথা।

এখন তিনি নাকি দ্বিতীয় নোবেল পেতে পারেন। পাবেন তো, দালালি করলে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বললেন ডক্টর মুহাম্মদ ইউনূসের ভালোবাসা, সরলতা ও নিরপক্ষতার কথা।

ড. ইউনূসের সরলতা বিশ্বে বিরল’ বলেও উল্লেখ করেছেন। এমনকি, ডক্টর মুহাম্মদ ইউনূস যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তাহলে সেটা তার সরলতার জন্য পাবেন বলেও মন্তব্য করেন।

কী অদ্ভুত মানসিকতার এরা? একজন ধ্বংসকারী নাকি দ্বিতীয় বার নোবেল পাবেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ওই পোস্টে তিনি বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দুজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, these are the guys fighting on the street. তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না? ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না।

যাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসাটা এভাবেই দৃশ্যমান করেন। এজন্যই তাকে আমার ভালো লাগে’।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘অন্যান্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝেমধ্যে ভালোবাসা দেখায়েন, নইলে অন্তর্বর্তী সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলবে। তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবে না। স্যার তখন বলেন, ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো’।

রাশেদ খানের ভাষায়, ‘স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখেন। আর যাকে ভালোবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবে না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *