ঢাকা: ডেঙ্গুতে বাংলাদেশের অবস্থা ভালো নয়। অথচ সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই, সচেতনতা নেই। ডেঙ্গুতে মারাও যাচ্ছে প্রচুর। ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনো সফল হতে পারেনি বাংলাদেশ।
ডেঙ্গুতে মৃত্যুহারে বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান সপ্তম, তবে মৃত্যুহারে এটি এখন ১ নম্বরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শুক্রবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪৪ হাজার ৬৯২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮৮ জনের, যার হার ০.৪২ শতাংশ।
উল্লেখযোগ্য যে, চলতি বছরের আগস্ট পর্যন্ত বিশ্বের ১৭৫টি দেশের ডেঙ্গু সংক্রমণের তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সেখানে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার দেখানো হয়েছে ০.৫২ শতাংশ, যা সর্বোচ্চ। আর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া, যেখানে মৃত্যুহার ০.৪১ শতাংশ।
তবে এই হিসেবটাও সঠিক নয়, কারণ অনেক রোগী ঘরে থেকে চিকিৎসা নেয়, যাদের হিসাব ডেটায় আসে না।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেছেন, বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার বেশি হওয়ার কারণ নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়েছে। অনেক দেশ দেখিয়েছে শূন্য দশমিক শূন্য শতাংশ। অথচ আমাদের দেশে ডেঙ্গুতে মৃত্যুহার ০.৫২ শতাংশ।
প্রসঙ্গত, ডেঙ্গু রোগ তথা মশা নিয়ন্ত্রণে কোনো কার্যকলাপ নেই। শুধু তাই নয়, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় ডেঙ্গুকে প্রাধান্য দেওয়া হয়নি।