মানিকগঞ্জ: দালালদের চোখ অন্ধ হয়ে গেছে। আগেও যেমন দালালরা মায়ের প্রতিমা ভাঙা চোখে দেখত না, আজও দালালরা চোখে দেখে না।
এই দালালির কারণে আজ পর্যন্ত একটাও প্রতিমা ভাঙার বিচার হয়নি মায়ের ভাঙা প্রতিমাকে নিয়েও বাংলাদেশে রাজনীতি করে।
এই বেদনা হিন্দুরা কাকে বোঝাবে?
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি শতবর্ষী কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মুসলমান মৌলবাদী, ধর্মের নামে যারা উগ্র তারা এইসব ঘৃণা ছড়িয়ে চলেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের বিশ্বাসপাড়ায় এই পৈশাচিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন।
গভঘর রাতে উগ্রবাদী, সন্ত্রাসীর দল চোরের মতো এসে প্রতিমা ভেঙে রেখে চলে যায়।
কালী প্রতিমার হাত, মাথা ভেঙে দিয়ে গেছে জেহাদিরা।
