ঢাকা: অনাবাসী বাংলাদেশি যারা আছেন তাঁদের নিজের দেশ থেকেই হজে যেতে হবে। তারা যেদেশে বসবাস করছেন সেদেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবেসরাসরি সৌদি আরবে যাবার কোনো সুযোগ নেই। এটি তাঁরা করতে পারবেন না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত এক পত্রে এই তথ্য পরিষ্কার জানানো হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ছাড়া ভিন্ন দেশ থেকে সৌদি আরব যেতে পারবেন না।
কিছু কিছু এজেন্সি আছে যারা এমন কাজ করছেন, অর্থাৎ বিদেশে বসবাসরত বাংলাদেশি হজে যারা যাবেন তাদের নিবন্ধন করে বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন।
এর ফলে হজ ব্যবস্থাপনার কাজে বহু সমস্যা সৃষ্টি হচ্ছে।
এগুলো অনিয়ম করা যাবে না।
